অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশ শ্রীলঙ্কা এবার ভারত, থাইল্যান্ড ও মিয়ানমারের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে। দেশটির সরকারি কর্মকর্তারা মনে করছেন, অর্থনীতিকে আবার দাঁড় করাতে এর বিকল্প নেই।
রয়টার্সের খবরে বলা হয়েছে, থাইল্যান্ড সরকারের একটি প্রতিনিধিদল আগামী সোমবার বাণিজ্য আলোচনা করতে শ্রীলঙ্কা সফরে যাবে। অন্যদিকে বৃহত্তম বাণিজ্য অংশীদার চীন ও ভারতের সঙ্গে আগামী ফেব্রুয়ারি ও মার্চে আলোচনায় বসবে শ্রীলঙ্কা। দুটি দেশের সঙ্গেই ২০২১ সালে শ্রীলঙ্কার বাণিজ্যের পরিমাণ ছিল ৫০০ কোটি ডলার।
শ্রীলঙ্কার এফটিএ আলোচনার প্রধান সমন্বয়কারী কে জে ভিরাসংহে রয়টার্সকে বলেন, আমরা অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছি। দেশের এ সংকটের সময় এটা জরুরি। আমার মূল লক্ষ্য হচ্ছে, ২০২৩ ও ২০২৪ সালের প্রথম ভাগের মধ্যে এসব চুক্তি সম্পাদন করা। সূত্র: রয়টার্স
বিডিপ্রতিদিন/কবিরুল