১৭ জানুয়ারি, ২০২৩ ০৯:৪৮

ইউক্রেনে ব্রিটেনের ট্যাঙ্কও পুড়বে: ক্রেমলিন

অনলাইন ডেস্ক

ইউক্রেনে ব্রিটেনের ট্যাঙ্কও পুড়বে: ক্রেমলিন

যুদ্ধে লড়াই চালাতে সহায়তার অংশ হিসেবে শনিবার ইউক্রেনে ১৪টি যুদ্ধ ট্যাঙ্ক চ্যালেঞ্জার-২ পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাজ্য। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব ট্যাঙ্কের পাশাপাশি অন্যান্য উন্নত অস্ত্র পাঠানো হবে বলে জানায় দেশটি। তবে ইউক্রেনে যেসব ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনা করছে ব্রিটেন, তা পুড়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এই হুঁশিয়ারি দিয়েছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, ‘তারা (পশ্চিমারা) এই দেশটিকে (ইউক্রেন) তাদের রুশ-বিরোধী লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

তিনি বলেন, ‘এসব ট্যাঙ্ক জ্বলছে এবং বাকিগুলোর মতোই জ্বলবে।’ পেসকভ বলেন, ব্রিটেন ও পোল্যান্ডের মতো অন্যান্য দেশের পাঠানো নতুন সরবরাহ ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি পরিবর্তন করতে পারবে না।

সূত্র: রয়টার্স


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর