দখলকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহত ব্যক্তির নাম হামাদি আবু দায়েহ (৪০)।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হেবরন শহরের উপত্যকায় উত্তরের হালহুল অঞ্চলে মঙ্গলবার তাকে গুলি করে হত্যা করা হয়।
ফিলিস্তিনের গণমাধ্যমে বলা হয়েছে, ওই এলাকায় তল্লাশি চৌকির কাছে অবস্থান করা ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালায় আবু দায়েহ। তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের পুলিশ কর্মকর্তা ছিলেন।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তাদের সেনাদের দিকে আবু দায়েহ প্রকাশ্যে গুলি চালায়। তিনি যে সাব-মেশিন গান দিয়ে গুলি চালান তার একটি ছবিও প্রকাশ করে ইহুদি বাহিনী।
২০২৩ সালের শুরু থেকে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন শুরু করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (১৭ জানুয়ারি) পর্যন্ত ১৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এরমধ্যে চারজন শিশুও রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল