নবনির্বাচিত প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল পার্লামেন্ট থেকে ওয়াক আউট করার সময় নেপালের ফেডারেল পার্লামেন্টের সামনে শরীরে আগুন দেওয়া যুবকের মৃত্যু হয়েছে। বুধবার চিকিৎসাধীন অবস্থায় ৩৭ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়। খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়ার।
জানা গেছে, নিহত যুবকের নাম প্রেম প্রসাদ আচার্য, তার বাড়ি ইলাম জেলায়। মঙ্গলবারের ঘটনার পর তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে কীর্তিপুরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। তবে প্রেম প্রসাদ কেন নিজের শরীরে আগুন দিয়েছিলেন এবং কেন তিনি এ কাজের জন্য সংসদকেই বেছে নিয়েছিলেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন এক ব্যক্তি। আশপাশে থাকা ব্যক্তিরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ঘটনার সময় প্রধানমন্ত্রী দাহাল সংসদ থেকে বেরিয়ে বলে একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক