কয়েক দিনের আলোচনার পর ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জার্মানি। বুধবার স্থানীয় সময় সকালে ইউক্রেনকে ১৪টি লেপার্ড-২ ট্যাংক দেওয়ার ঘোষণা দেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস।
জার্মানির এ ঘোষণার ফলে তাদের মিত্র দেশ চাইলে ইউক্রেনে লেপার্ড ট্যাংক রপ্তানি করতে পারবে। ফলে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে লড়তে ইউক্রেনের অস্ত্রভান্ডার আরও সমৃদ্ধ হবে।
রাশিয়া এই ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। জার্মানিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই নেচেহেভ বলেছেন, জার্মান সরকারের এই সিদ্ধান্ত মারাত্মক ভয়ংকর। চলমান সংঘাতকে এটা নতুন লেভেলে নেবে।
বুধবার রুশ রাষ্ট্রদূত নেচেহেভ এক বিবৃতিতে বলেন, দুর্ভাগ্যজনকভাবে বারবার এমন হচ্ছে। আমরা দেখছি ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র সত্ত্বেও জার্মানি সংকটের কূটনীতিক সমাধানে আগ্রহী নয়। তাদের হৃদয় স্থায়ী উত্তেজনায় গেঁথে গেছে। কিয়েভে তারা অধিক পরিমাণে প্রাণঘাতী অস্ত্র দিয়ে উসকানি দিচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টেনে রুশ রাষ্ট্রদূত বলেন, তারা যুদ্ধপরবর্তী রাশিয়া-জার্মানির সমঝোতা ভুলে গেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল