মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠক করেছেন। সোমবার তিনি এই বৈঠক করেন।
যুক্তরাষ্ট্রের এই পররাষ্ট্রমন্ত্রী তিনদিনের মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের মধ্যে ব্লিঙ্কেন এই সফরে বের হয়েছেন।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, কায়রোতে ব্লিঙ্কেন আব্দেল ফাত্তাহ আল সিসি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ সোকরির সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে আঞ্চলিক বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন। মধ্যপ্রাচ্য সংকটে মিসরের ঐতিহ্যগত ভূমিকার কারণে সিসি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত হয়েছেন।
এরপর সোমবার বিকালে তার জেরুজালেম সফরের কথা রয়েছে। সেখানে তিনি ইসরায়েলের নতুন কট্টর ডানপন্থি সরকারের নীতি নিয়ে আলোচনা করবেন। এছাড়া তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে রামাল্লায় সাক্ষাৎ করবেন। সূত্র: আল আরাবিয়া
বিডিপ্রতিদিন/কবিরুল