৩১ জানুয়ারি, ২০২৩ ১১:২১

ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে বাতিল সহস্রাধিক ফ্লাইট

অনলাইন ডেস্ক

ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে বাতিল সহস্রাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শীতকালীন তীব্র ঝড়ের কারণে এক দিনে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট-ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটঅ্যাওয়ারের মতে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশটিতে মোট এক হাজার ১৯টি ফ্লাইট বাতিল করা হয়।

জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর অর্ধেকেরও বেশি সাউথওয়েস্ট এয়ারলাইনসের। চলতি মাসের শুরুর দিকে এই এয়ারলাইনসটি ছুটির সময় ১৬ হাজার ৭০০টি ফ্লাইট বাতিলের জন্য মার্কিন সরকারের সমালোচনার মুখোমুখি হয়েছিল।

কোম্পানিটি তাদের সোমবারের প্রায় ১২ শতাংশ ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে আমেরিকান এয়ারলাইনস ৬ শতাংশ বা ২০০টি ফ্লাইট বাতিল করেছে। এ ছাড়া মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রায় ৭৯৭টি ফ্লাইট বাতিল হওয়ার কথা রয়েছে।

এদিকে সাউথওয়েস্ট এয়ারলাইনস এবং অন্যান্য প্রধান মার্কিন এয়ারলাইনস শীতকালীন আবহাওয়ায় গ্রাহকদের তাদের ভ্রমণপথ পরিবর্তন করার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে যাত্রীরা বাড়তি খরচ না করেই ভ্রমণের পথ পরিবর্তন করতে পারবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর