বিশ্বের বড় অর্থনীতির দেশগুলো মধ্যে ২০২৩ সালে যুক্তরাজ্যের অর্থনীতিই সংকোচন দেখবে এবং জীবনযাপন ব্যয় বাড়তে থাকায় অন্যদের চেয়ে বেশি খারাপ অবস্থার মুখোমুখী হবে ব্রিটিশ অর্থনীতি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সে কথাই জানিয়েছে। বিশ্ব মুদ্রার তদারককারী সংস্থাটি বলেছে, চলতি বছর যুক্তরাজ্যের অর্থনীতি আগের তুলনায় ০.৬ শতাংশ সংকুচিত হতে পারে।
তবে আইএমএফ জানিয়েছে, নানা ব্যবস্থা নেওয়ার পর বর্তমানে সঠিক পথেই আছে ব্রিটিশ অর্থনীতি।
ব্রিটিশ অর্থমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, গত বছর অনেক সংস্থার করা পূর্বভাসের চেয়ে বেশ ভালো করছে তার দেশের অর্থনীতি।
আইএমএফের তাদের ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুকে বলেছে, ব্রিটিশ জিডিপি চলতি বছর ০.৩ শতাংশ সংকোচন হতে পারে।
আইএমএফ পূর্বাভাস দিয়েছে, বিশ্বের বড় অর্থনীতির মধ্যে এ বছর যুক্তরাজ্যের অর্থনীতিই সংকোচন দেখবে। জিডিপির নিম্নমুখিতাও দেশটিকে ভোগাবে।
আইএমএফের দাবি, যুক্তরাজ্যে জ্বালানি-বিদ্যুতের চড়া দাম, মুদ্রাস্ফীতিই এই সংকোচনের মূল কারণ।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল