১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:৫৪

ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগদান নিয়ে যা বললেন এরদোয়ান

অনলাইন ডেস্ক

ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগদান নিয়ে যা বললেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগদান প্রসঙ্গে এরদোয়ান বলেছেন, ফিনল্যান্ডকে তিনি ইতিবাচকভাবে দেখছেন। কিন্তু তার দেশ সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তির আবেদনে সমর্থন দেবে না। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার সংসদে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির ডেপুটিদেরকে এরদোয়ান এই কথা জানান।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, সুইডেনের এই মুহূর্তে চেষ্টা করা উচিত নয়। আমরা তাদের আবেদনে ‘হ্যাঁ’ বলব না; যতক্ষণ পর্যন্ত তারা কোরআন পোড়ানোর অনুমতি দেবে।

গত সপ্তাহে ন্যাটোতে যোগদান নিয়ে ফিনল্যান্ড-সুইডেনের সঙ্গে তুরস্কে একটি বৈঠক হওয়ার কথা ছিল। ‍কিন্তু উগ্র ডানপন্থী সদস্য কর্তৃক সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে তুরস্ক ওই বৈঠক বাতিল করে।

ফিনল্যান্ড-সুইডেন গত বছর ন্যাটোতে যোগদানের আবেদন করার পর থেকে তুরস্ক তাদেরকে কিছু শর্ত দিয়ে বলেছে, এসব শর্ত পূরণ না হলে তাদের আবেদনে আঙ্কারা অনুমোদন দেবে না। উল্লেখ্য, ন্যাটোতে নতুন সদস্য নিতে হলে জোটের সকল সদস্যের অনুমোদন প্রয়োজন হয়। 

বিডিপ্রতিদিন/কবিরুল  

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর