মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তার রুশ প্রতিপক্ষ লাভরভকে বলেছেন, যতদিন প্রয়োজন ইউক্রেনকে সমর্থন দিবে যুক্তরাষ্ট্র। ভারতে চলমান জি-২০ সম্মেলনের ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে সংক্ষিপ্ত পরিসরে সাক্ষাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন।
এক বছরেরও বেশি সময় আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম দুজন মুখোমুখি কথা বললেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের (স্টেট ডিপার্টমেন্ট) একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, দিল্লিতে লাভরভের সঙ্গে ব্লিঙ্কেনের আলোচনা ১০ মিনিটেরও কম সময় ধরে চলে। ওই আলোচনায় ব্লিঙ্কেন লাভরভকে বলেন, রাশিয়ার উচিত পল হুইলানকে মুক্তি দেওয়া। পল হুইলান একজন আমেরিকান বন্দী। রাশিয়াকে ‘নিউ স্ট্যার্ট’ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে পুনরায় যোগদান করা উচিত বলেও সাক্ষাতে মন্তব্য করে ব্লিঙ্কেন।
সর্বশেষ ব্লিঙ্কেন-লাভরভের মধ্যে ২০২২ সালের জানুয়ারিতে জেনেভায় দেখা হয়েছিল।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক বা আলোচনার কথা অস্বীকার করেছে। সূত্র: বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল