১০ মার্চ, ২০২৩ ০৯:২০

আমেরিকার মহড়ার আগেই শক্তি দেখাল উত্তর কোরিয়া, আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

অনলাইন ডেস্ক

আমেরিকার মহড়ার আগেই শক্তি দেখাল উত্তর কোরিয়া, আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

প্রতীকী ছবি

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরুর আগেই নিজেদের শক্তি প্রদর্শন করল উত্তর কোরিয়া। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দেশটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

অন্যদিকে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পর উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন দেশটির সেনাবাহিনীর একটি ইউনিটের সামরিক প্রদর্শনী দেখেন। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে। তবে কিম কী ধরনের অস্ত্রের প্রদর্শনী দেখেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কেসিএনএ। সূত্র: এপি, আল জাজিরা, রয়টার্স

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর