১৪ মার্চ, ২০২৩ ১৮:১৭

কামিকাজি ড্রোনবাহী জাহাজ চালু করলো ইরানের বিপ্লবী গার্ড

অনলাইন ডেস্ক

কামিকাজি ড্রোনবাহী জাহাজ চালু করলো ইরানের বিপ্লবী গার্ড

কামিকাজি ড্রোন

দেশীয় প্রযুক্তিতে তৈরি কামিকাজি ড্রোনবাহী একটি যুদ্ধজাহাজ চালু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখা । এ জাহাজে কামিকাজি ড্রোনের পাশাপাশি অন্যান্য ড্রোনও থাকবে। 

গতকাল সোমবার একটি টেলিভিশন অনুষ্ঠানে একথা বলেছেন আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি। 

তিনি জানান, শহীদ মাহদাভি নামে এই জাহাজে ৩০০ থেকে ৭৫০ কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, সেপেহার-৭ ভারটিকেল লঞ্চ ড্রোন, ১৩০০ কিলোমিটার পাল্লার কামিকাজি ড্রোন এবং পাঁচটি হেলিকপ্টার বহন করতে পারে।

সমুদ্রগামী জাহাজটি আইআরজিসি’র নৌবহরে যুক্ত হওয়ার কয়েকদিন পর আলী রেজা তাংসিরি টেলিভিশন অনুষ্ঠানে এসব তথ্য জানালেন। ২১০০ টন ওজনের এই জাহাজ ২৪০ মিটার লম্বা, চওড়া ২৭ মিটার এবং এতে থ্রিডি ফেইজড রাডার এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার কমিউনিকেশন সিস্টেম রয়েছে। 

জেনারেল তাংসিরি বলেন, নিকট ভবিষ্যতে ইরানের যুদ্ধজাহাজগুলোর গতি আমেরিকার যুদ্ধজাহাজগুলোর গতিকে ছাড়িয়ে যাবে।

আইআরজিসির এ কমান্ডার জানান, আরো কয়েক রকমের যুদ্ধজাহাজে বিভিন্ন ধরনের উন্নতমানের ক্ষেপণাস্ত্র বসানো হয়েছে। এরমধ্যে তারেক ক্লাস বোট ৬০ নটিক্যাল মাইল গতিতে চলা অবস্থায় শত্রুর লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর