২৫ মার্চ, ২০২৩ ১০:০২

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৩৪

অনলাইন ডেস্ক

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৩৪

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় এখনও ৩৪ জন অভিবাসন প্রার্থী নিখোঁজ রয়েছে। তারা সবাই সাব সাহারা অঞ্চলের অধিবাসী। খবর বিবিসি।

এই নিয়ে গেল দুই দিনে পাঁচটি অভিবাসী বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটল। এতে ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা  গেছে। নিখোঁজের সংখ্যা সবমিলিয়ে ৬৭।

স্থানীয় কর্তৃপক্ষ মনে করছে নৌকাগুলো ইতালির দিকেই যাচ্ছিল।

তিউনিসিয়ার কোস্ট গার্ড গেল দুই দিনে ইতালিগামী ৫৬টি নৌকা থামিয়ে দেওয়ার কথা জানিয়েছে। দেশটির ন্যাশনাল গার্ড জানিয়েছে, অবৈধভাবে দেশ ত্যাগ চেষ্টার সময় তারা তিন হাজারের বেশি মানুষকে আটক করেছেন।

ইউরোপে পাড়ি দেওয়ার ক্ষেত্রে আফ্রিকানদের কাছে তিউনিসিয়া একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেশটির উপকূল থেকে অনেকেই নৌকায় ভেসে ইতালিতে যাওয়ার চেষ্টা চালায়।

সূত্র: বিবিসি

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর