১০ এপ্রিল, ২০২৩ ১০:৪৬

ছয় মাস পর ফের বিদ্যুৎ রফতানি শুরু ইউক্রেনের

অনলাইন ডেস্ক

ছয় মাস পর ফের বিদ্যুৎ রফতানি শুরু ইউক্রেনের

সংগৃহীত ছবি

যুদ্ধের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো। ফলে বন্ধ হয়ে গিয়েছিল দেশটির বিদ্যুৎ রফতানি কার্যক্রম। তবে ছয় মাস পর ফের তা চালু হল। 

বিদ্যুৎ রফতানির সক্ষমতা ইঙ্গিত দিচ্ছে- রাশিয়ার আক্রমণে ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামোগুলো পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে ইউক্রেন।

প্রসঙ্গত, গত অক্টোবরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে অব্যাহত আক্রমণ চালাতে থাকে রাশিয়া। ওই সময় দেশটির বিভিন্ন অংশের মানুষ ব্ল্যাকআউটের শিকার হয়েছিল। ফলে ওই সময় বিদ্যুৎ রফতানি বন্ধ করতে বাধ্য হয়েছিল তারা। কিন্তু এখন আবার বিদ্যুৎ রফতানি করতে সক্ষম হয়ে উঠেছে ইউক্রেন।

সম্প্রতি রফতানি অনুমোদনের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ইউক্রেনের জ্বালানি বিষয়ক মন্ত্রী হারমান হালুশচেঙ্কো। তিনি বলেছেন, কেন্দ্রগুলো গত দুই মাস ধরেই অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করছে। এখন আর ইউক্রেনীয়রা বিদ্যুৎ সংকটে ভুগছে না। আমাদের এবারের পদক্ষেপ— বিদ্যুৎ রফতানি করা। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রগুলো সংস্কারের জন্য আমাদের অর্থও দরকার।

ওই আদেশে কেন্দ্রগুলো দ্রুত সংস্কার করায় প্রকৌশলী এবং আন্তর্জাতিক সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

এদিকে সাধারণ মানুষও বলছে, শহরগুলো এখন বদলে গিয়েছে। বিবিসি এক নারীকে উদ্ধৃত করে বলেছে, অবশেষে, স্ট্রিট লাইটগুলো ফিরে এসেছে, শহরের রাস্তা এখন আর ভীতিকর লাগছে না।

তবে দেশটির বিদ্যুৎ নেটওয়ার্কের অপারেটর ইউক্রেনারগো এখনও কেন্দ্রগুলোতে রুশ আক্রমণের আশঙ্কা থেকে বের হতে পারছে না। তারা বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়া তাদের কেন্দ্রগুলোতে ১ হাজার ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর