২২ এপ্রিল, ২০২৩ ১৬:৩৫

সালাম দিয়ে ঈদ শুভেচ্ছা জানালেন জাস্টিন ট্রুডো

অনলাইন ডেস্ক

সালাম দিয়ে ঈদ শুভেচ্ছা জানালেন জাস্টিন ট্রুডো

জাস্টিন ট্রুডো

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে সালাম বিনিময়ের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট করা ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি। 

বৃহস্পতিবার এই শুভেচ্ছা জানান তিনি। ট্রুডো বলেন, ‘আমাদের পরিবারের পক্ষ থেকে সোফি ও আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ রাতে পবিত্র রমজান মাসের সমাপ্তি ঘটেছে। কানাডাসহ সারা বিশ্বের মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করবে। এক মাস রোজা পালন ও ধর্মীয় বিধিবিধান পালনের পর ঈদুল ফিতর হলো বিশ্বাস ও আত্মিকতার মুহূর্ত। এটি ইসলামের অন্যতম উৎসবের দিন।’

ট্রুডো বলেন, ‘এদিন পরিবার ও বন্ধুদের সঙ্গে একত্রিত হওয়ার এবং একসঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ নিয়ে আসে। টরন্টোসহ সারা দেশে ঈদ উদযাপিত হবে। আমাদের পরিবারের পক্ষ থেকে সোফি ও আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।’

বিডি প্রতিদিন/আরাফাত  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর