এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরকারি বাংলো ছেড়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে করা ‘মানহানিকর’ মন্তব্যের অভিযোগে আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেয়। সেই রায় স্থগিত করে চাওয়া রাহুলের আবেদনও গত বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে সুরাটের একটি আদালত।
সাজা বহাল থাকায় পরেই সাংসদ হিসাবে পাওয়া দিল্লির বাংলো ছেড়ে দিলেন রাহুল গান্ধী।
প্রায় দুই দশক ধরে রাহুল গান্ধীর লুটিয়েন্স দিল্লির ১২ নম্বর তুঘলক লেনের সরকারি বাংলোতে বাস করে আসছেন। আজ শনিবার সেই বাংলো ছেড়ে দিয়েছেন তিনি।
আপাতত মা সনিয়ার জন্য বরাদ্দ ১০ জনপথের সরকারি বাংলোতে থাকবেন রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের রায়বরেলীর সাংসদ হিসাবে ওই বাংলোটি পেয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী।
লোকসভার হাউসিং কমিটি আজ শনিবার পর্যন্ত সরকারি বাংলো ছাড়ার সময়সীমা দিয়েছিল রাহুলকে। তা মেনেই নির্দিষ্ট সময় বাংলো ছেড়ে দিলেন তিনি।
শনিবার সকালে রাহুলের বাংলোয় গিয়েছিলেন তার বোন প্রিয়াঙ্কা। দুপুরে তিনি আবার যান ১২ তুঘলক রোডে।
প্রসঙ্গত, ২০০৪ সালে অমেথি লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতে প্রথম সাংসদ হয়েছিলেন রাহুল। সে সময় তার জন্য ওই বাংলাটি বরাদ্দ করেছিল লোকসভার হাউজিং কমিটি।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচার সভায় কর্নাটকের কোলারে ‘মোদী’র পদবি তুলে ‘আপত্তিকর’ মন্তব্যের দায়ে গত ২৩ মার্চ গুজরাটের সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ২ বছর কারাদণ্ড দিয়েছিলেন রাহুলকে। ওই রায়ের ভিত্তিতেই ২৪ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮(৩) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করেন।
বিডি প্রতিদিন/নাজমুল