সুদানের রাজধানী খার্তুমে থেকে নিজ দেশের কূটনৈতিক কর্মীদের উদ্ধার করেছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট জো বাইডেন এই তথ্য দিয়েছেন।
মার্কিন কর্তৃপক্ষ বলেছে, এই অভিযান দ্রুত ও পরিষ্কারভাবেই সম্পন্ন হয়েছে।
রবিবার ভোরে সবমিলিয়ে কূটনৈতিক ও তাদের পরিবারের সদস্যসহ ১০০ জনের মতো মার্কিন নাগরিককে উদ্ধার করা হয়েছে। এই উদ্ধারকাজে তিনটি হেলিকপ্টার মার্কিন দূতাবাসের কাছে অবতরণ করেছিল।ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারাও সুদান থেকে নিজেদের নাগরিক ও কূটনৈতিক কর্মকর্তাদরে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।
সুদান সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতা দখল নিয়ে গত কয়েকদিন ধরেই দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। ফলে আতঙ্কে দিন কাটছে খার্তুমের বাসিন্দাদের। অনেকেই এরই মধ্যে সংঘাত কবলিত এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। যারা আছেন তাদের অনেকেরই দিন কাটছে পানি, বিদ্যুৎ ও জ্বালানিহীন অবস্থায়।
বাইডেন বলেছেন, ‘আমার আদেশে খার্তুম থেকে মার্কিন সরকারি কর্মকর্তাদের উদ্ধার করতে অভিযান পরিচালনা করেছে সামরিক বাহিনী।’
মার্কিন সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিমস জানিয়েছেন, এই অভিযানে জিবুতি ঘাঁটির নেভি সিলস ও সেনাবাহিনীর শতাধিক সদস্য অংশ নিয়েছিল। তারা ইথিওপিয়া হয়ে সুদানে প্রবেশ করে। সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেছিল।
এই ঘটনায় সহায়তা করায় জিবুতি, ইথিওপিয়া ও সৌদি আরবকে ধন্যবাদ দিয়েছেন বাইডেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল