হেলিকপ্টারের সাথে সেলফি তুলতে গিয়ে পাখার কাছাকাছি চলে গিয়েছিলেন ভারতের উত্তরাখণ্ডের এক সরকারি কর্মকর্তা। আর সেই পাখার আঘাতেই ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ। ঘটনাস্থলেই মারা যান তিনি।
আজ রবিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে। মৃত যুবকের নাম অমিত সৈনি।
পুলিশ জানিয়েছে, উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ দফতরের ফিন্যান্সিয়াল কন্ট্রোলার ছিলেন অমিত। কেদারনাথ ধামের হেলিপ্যাডে হেকপ্টারটি নামার পর সেলফি তুলতে গিয়েছিলেন তিরি। তখনও হেলিকপ্টারের পিছনের দিকের পাখা চলছিল। সেলফি তোলার ঝোঁকে অমিত বুঝতে পারেননি যে পাখার খুব কাছে চলে গেছেন তিনি। মুহূর্তেই সেই ব্লেডে তার মাথা দেহ থেকে কেটে আলাদা হয়ে যায়। এই ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারের নিরাপত্তা খতিয়ে দেখার কাজ চলছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/নাজমুল