৮ মে, ২০২৩ ১২:২৭

ভারতে প্রশিক্ষণের সময় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩

অনলাইন ডেস্ক

ভারতে প্রশিক্ষণের সময় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩

ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়

ভারতের রাজস্থানে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, সামরিক বাহিনীর মিগ-২১ বিমান সোমবার রাজস্থানের হনুমানগড়ের একটি বাড়িতে বিধ্বস্ত হয়। এতে ওই বাড়ির তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। 

পুলিশ কর্মকর্তা সুধীর চৌধুরী এএফপি নিউজ এজেন্সিকে বলেন, ‘বিমানের পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। নিহতের মধ্যে দুইজন নারী রয়েছেন।’

ভারতের বিমানবাহিনী (আইএএফ) দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। এক বার্তায় আইএএফ জানিয়েছে, রুটিন প্রশিক্ষণের সময় একটি মিগ-২১ দুর্ঘটনায় পড়ে। পাইলট নিরাপদে বের হতে সক্ষম হন। 

পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ বলেন, বিমানের পাইলট মানুষের হতাহতের ঘটনা এড়াতে সকল প্রচেষ্টা করেছিলেন। গ্রামের উপকণ্ঠে বিমানটি বিধ্বস্ত হয়। 

পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে। একটি সামরিক বিমানও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর