১৫ মে, ২০২৩ ১৮:০১

আকস্মিক সফরে যুক্তরাজ্যে জেলেনস্কি

অনলাইন ডেস্ক

আকস্মিক সফরে যুক্তরাজ্যে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আকস্মিক সফরে যুক্তরাজ্য গেছেন। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে দেখা করেছেন।

এক টুইটে জেলেনস্কি জানিয়েছিলেন, বন্ধু সুনাকের সাথে দেখা করবেন তিনি।

গত বৃহস্পতিবার ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য। 

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি পশ্চিমা দেশ সফর করেছেন জেলেনস্কি। গিয়েছেন জার্মানি ও ফ্রান্সেও। রাশিয়ার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে পশ্চিমাদের সাহায্য চান তিনি।

সুনাক জানিয়েছেন, ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন তারা। ইউক্রেনকে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদও দিয়েছেন জেলেনস্কি। চেয়েছেন জরুরি অস্ত্র সহায়তাও।


সূত্র: বিবিসি


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর