পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল বলেছেন, তিনি সবাইকে শুভেচ্ছা জানাতে ‘আপনাকে দেখে ভালো লাগছে’ শব্দটি ব্যবহার করেন।
গত ১১ মে সুপ্রিম কোর্টে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাজির করা হয়। ইমরান খানকে দেখে প্রধানবিচারপতি বলেন, ‘আপনাকে দেখে ভালো লাগছে।’
এটা নিয়ে ক্ষমতাসীন জোটের নেতারা ব্যাপক সমালোচনা করে। তাদের অভিযোগ, আসামিকে এটা বলা ন্যায়াবিচার প্রদানের পরিপন্থী।
মঙ্গলবার একটি মামলার শুনানির সময় পাকিস্তানের প্রধান বিচারপতি আইনজীবী আসগর সবজওয়ারীর সাথে কথা বলার সময় বলেন, ‘আপনাকে দেখে ভালো লাগছে।’
পাকিস্তানের প্রধান বিচারপতি বলেছেন, তিনি এই বলে মতবিনিময়ের সূচনা করেন যে- ‘দীর্ঘ সময় পর আপনি আমার আদালতে হাজির হওয়ায় আপনাকে দেখে আনন্দিত।
প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল বলেন, তিনি প্রত্যেকের সথে ‘আপনাকে দেখে ভাল লাগছে’ ব্যবহার করেছেন। এই শব্দগুচ্ছটি ব্যবহার করার জন্য তিনি প্রচুর সমালোচনার মুখোমুখি হয়েছেন।
পাকিস্তানের প্রধান বিচারপতির বক্তব্য, তিনি প্রত্যেকের জন্য গভীর শ্রদ্ধা রাখেন। ‘সুন্দর ব্যবহার এবং শিষ্টাচার’ প্রত্যেকের জন্য প্রয়োজন, মন্তব্য করেন তিনি। সূত্র: জিও
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        