পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির প্যাটেল দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মূত্রের রিপোর্টে বিষাক্ত কেমিক্যালের উপস্থিতি পাওয়া গেছে। ওই কেমিক্যাল অ্যালকোহল এবং কোকেনের মতো।
ইমরান খানের দল পিটিআই স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে। পিটিআই নেতা ফারুখ হাবিব বলেছেন, ‘ইমরান খানের স্বাস্থ্য সম্পর্কে সরকারের বক্তব্য ‘নির্লজ্জতা ও অশ্লীলতার’ উদাহরণ। পিটিআই-এর এই নেতা বলেন, ইমরান খান সম্পর্কে এমন ‘অবান্তর কথা’ সহ্য করা হবে না।
শুক্রবার পাকিস্তানের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির বলেন, পিটিআই চেয়ারম্যান ইমরান খানের মেডিকেল রিপোর্ট জাতির কাছে প্রকাশ করা হবে। তিনি জোর দিয়ে বলেন, এটি একটি ‘পাবলিক ডকুমেন্ট’।সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইমরান খানের পায়ে কোনো ফ্র্যাকচার নেই। তার পায়ে পাঁচ থেকে ছয় মাস আগে প্ল্যাস্টার করা হয়েছিল। স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির প্যাটেল দাবি করেন, ইমরান খানের মানসিক স্থিতিশীলতা প্রশ্নযোগ্য। তিনি বলেন, ‘এটা হলো তোমাদের প্রধানমন্ত্রী যার সম্পর্কে পাঁচ সদস্যের জ্যেষ্ঠ মেডিকেল চিকিৎসকদের প্যানেল বলছে, তার মানসিক স্থিতিশীলতা প্রশ্নযোগ্য।’ ইমরান খানকে নার্সিসিস্ট বলেও মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তাকে (ইমরান খানকে) জাদুঘরে রাখা উচিত।’
গত ৯ মে ইমরান খানকে গ্রেফতার করা হয়। এরপর তার মূত্রের নমুনা নেওয়া হয় পরীক্ষার জন্য। এটার রিপোর্ট নিয়ে শুক্রবার এক সম্মেলন করেন পাক স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির প্যাটেল।
ইমরান খান নেতৃত্বাধীন দল পিটিআই স্বাস্থ্যমন্ত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে ‘অবমাননাকর বক্তব্যের’ জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: ডন
বিডিপ্রতিদিন/কবিরুল