৩১ মে, ২০২৩ ২০:৩৪

ইউক্রেনের সেনা গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালানো হয়েছে : পুতিন

অনলাইন ডেস্ক

ইউক্রেনের সেনা গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালানো হয়েছে : পুতিন

ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একথা নিশ্চিত করেছেন যে, তার সেনাবাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির সেনা  গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে সফল হামলা চালিয়েছে। তিনি বলেছেন, ‘আমরা বহুদিন ধরে ইউক্রেনের সিদ্ধান্ত-গ্রহণকারী কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছি। স্বাভাবিকভাবেই ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের সদরদপ্তর এই ক্যাটাগরিতে পড়েছে।আর ওই সদরদপ্তরে দুই থেকে তিন দিন আগে হামলা হয়েছে।’

রুশ প্রেসিডেন্ট আরো বলেন, ইউক্রেন থেকে পাঠানো একটি পাইলটবিহীন বিমান বা ড্রোন মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছে। তিনি বলেন, রাশিয়ার আবাসিক এলাকাগুলো লক্ষ্য করে কিয়েভের ড্রোন হাফলার লক্ষ্য রুশ নাগরিকদের মধ্যে যুদ্ধ সম্পর্কে ভীতি তৈরি করা। এর মাধ্যমে ইউক্রেন ‘সন্ত্রাসী তৎপরতা ‘চলাচ্ছে বলে অভিযোগ করেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার বেসামরিক নাগরিকদেরকে সরকার বিরোধী বিক্ষোভ দেখাতে উস্কানি দেয়ার জন্য কিয়েভ রাশিয়ার আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে।’

সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর