৯ জুন, ২০২৩ ২১:৩২

আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

অনলাইন ডেস্ক

আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমাদ আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী সপ্তাহে চীন সফর যাচ্ছেন।  শুক্রবার বেইজিং এই তথ্য জানিয়েছে। চীন বলেছে, তারা ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনায় সহায়তা করতে প্রস্তুত। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র  হুয়া চুনইং বলেন,  প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী ১৩ জুন থেকে ১৬ জুন চীনে রাষ্ট্রীয় সফরে উপস্থিত থাকবেন। 

গত এপ্রিলে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এবং ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোনে বলেছিলেন, তার দেশ ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে ইচ্ছুক।

সম্প্রতি সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরম্ভে মধ্যস্থতা করেছে চীন। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চীন নতুন মধ্যস্থতাকারী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। সূত্র: আল আরাবিয়া 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর