১০ জুন, ২০২৩ ১৬:৫৮
ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর হুঁশিয়ারি

আল-আকসা বিভক্ত করার ইসরায়েলি পরিকল্পনা যুদ্ধ ঘোষণার শামিল

অনলাইন ডেস্ক

আল-আকসা বিভক্ত করার ইসরায়েলি পরিকল্পনা যুদ্ধ ঘোষণার শামিল

ফাইল ছবি

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধকামী কয়েকটি সংগঠনের ঐক্য জোট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল পবিত্র আল-আকসা মসজিদকে ইহুদি এবং মুসলমানদের মধ্যে বিভক্ত করার যে ঘৃণ্য পরিকল্পনা নিয়েছে তা প্রকৃতপক্ষে যুদ্ধ ঘোষণার শামিল।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধকামী সংগঠনগুলো এক যৌথ বিবৃতিতে বৃহস্পতিবার বলেছে, ইসরাইলের লিকুদ পার্টির সংসদ সদস্য অমিত হালেভি আল-আকসা মসজিদকে বিভক্ত করার যে প্রস্তাব উত্থাপন করেছেন তাতে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম শহরের নিরাপত্তা পরিস্থিতিকে আবারো অবনতির দিকে নিয়ে যাবে।

ইসরায়েল এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে পশ্চিম তীরে ইহুদিবাদ বিরোধী বিস্ফোরণ ঘটবে। প্রতিরোধকামী সংগঠনগুলো আরো বলেছে, এই ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন করলে যে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে তার জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী থাকবে।

ফিলিস্তিনি বিবৃতিতে আরো বলা হয়েছে, ফিলিস্তিনের জনগণ এবং প্রতিরোধকামী সংগঠনগুলো কোনভাবেই ইসরাইলি এই পরিকল্পনা মেনে নেবে না বরং এই পরিকল্পনা থামানোর জন্য সব ধরনের প্রচেষ্টা চালাবে। সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর