তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি রকেট ও বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে পাঁচ জন নিহত হয়েছে। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আঙ্কারা থেকে ৪০ কিলোমিটার দূরের ওই কারখানাটির নাম এমকেই রকেট অ্যান্ড এক্সপ্লোসিভ ফ্যাক্টরি।
আঙ্কারার গভর্নর ভাহাপ সাহিন বলেছেন, কারখানাটির ডিনামাইট ডিপার্টমেন্টে এক পরীক্ষার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এই বিস্ফোরণে আরও পাঁচ কর্মী ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছিল। তবে তাদের উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল