সশস্ত্র বিদ্রোহ সত্ত্বেও ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপকে ধন্যবাদ জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি মূলত ওয়াগনারের যোদ্ধা ও কমান্ডারদের রক্তপাত এড়ানোর জন্য তাদের এই ধন্যবাদ জানিয়েছেন।
পুতিন আরও বলেছেন, ওয়াগনার যোদ্ধারা চাইলে তিনি তাদের বেলারুশে স্থানান্তরিত করার ব্যবস্থা করবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তাদের চুক্তির ব্যবস্থাও করবেন।
সোমবার জাতির উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় পুতিন এসব কথা বলেন। টেলিভিশনে পুতিনের ওই বক্তব্য প্রচার করা হয়।বক্তব্যে ওয়াগনারের বিদ্রোহ চলাকালে নিহত পাইলটদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন পুতিন। পুতিন তার ভাষণে বলেন, “বীর পাইলটদের সাহস ও আত্মত্যাগ ভয়াবহ পরিণতি থেকে রাশিয়াকে বাঁচিয়েছে।”
পুতিন বলেন, তার সরাসরি নির্দেশে ওয়াগনারের বিদ্রোহের সময় পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ভাগনার বাহিনী সরে দাঁড়িয়েছে। প্রিগোজিন বেলারুশে নির্বাসনে গেছেন। সূত্র: রয়টার্স, আল জাজিরা
বিডি প্রতিদিন/কালাম