১০ জুলাই, ২০২৩ ১৮:১১

ইউক্রেন যুদ্ধে প্রায় ৫০ হাজার রুশ সেনার প্রাণ গেছে: রিপোর্ট

অনলাইন ডেস্ক

ইউক্রেন যুদ্ধে প্রায় ৫০ হাজার রুশ সেনার প্রাণ গেছে: রিপোর্ট

ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার ৫০ হাজারের মতো সেনার প্রাণ গেছে। একটি স্বাধীন পরিসংখ্যান বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ইউরো নিউজ।

রাশিয়ার দুটি স্বাধীন গণমাধ্যম মিডিয়াজোনা ও মেদুজা জার্মানির তুবিনজেন বিশ্ববিদ্যালয়ের এক ডাটা বিজ্ঞানীর সাথে যৌথভাবে কাজ করে এই তথ্য উদঘাটন করেছে। তারা রাশিয়ার সরকারে তথ্য ব্যবহার করেছে এই বিশ্লেষণে। 

তবে মস্কো কিংবা কিয়েভ কেউই যথাসময়ে এই যুদ্ধে নিজেদের হতাহত সেনার সঠিক তথ্য প্রকাশ করেনি। রাশিয়া এখন পর্যন্ত মাত্র ছয় হাজার সেনার প্রাণহানির বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছে। 

ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৪০ হাজারের মতো সেনা নিহত হয়েছে। 

যদিও কোনো তথ্যই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ইউরো নিউজ।


সূত্র: ইউরো নিউজ

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর