শিশুরা যা পায় তাই মুখে দেয়। এ কারণে অনেক সময় নানা অসুখেও ভুগে থাকে তারা। কখনও কখনও এই স্বভাবের কারণে জীবনও বিপন্ন হতে পারে তাদের। এজন্য শিশুদের নিয়ে সব সময় সচেতন থাকতে হয় অভিভাবককে। কেননা, অভিভাবকের একটু অসচেতনতাই বিপদের মুখে ফেলতে পারে শিশুকে। এমনকি সে কারণে মৃত্যুও হতে পারে।
এমনই ঘটনা ঘটল ভারতের কর্নাটক রাজ্যের উত্তর কন্নড় জেলার সিদ্দারা গ্রামে।
জানা গেছে, সেখানে টর্চ লাইটের চার্জারের তার চিবিয়ে মৃত্যু হয়েছে এক শিশুর। বিদ্যুতের সঙ্গে সংযুক্ত থাকা অবস্থায় ওই তার চিবানোয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় আট মাস বয়সী ওই কন্যাশিশু। খেলতে খেলতেই শিশুটি ওই তার মুখে দিয়ে চিবিয়ে ফেলেছিল। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার সকাল ৭টা নাগাদ শিশুটি ওই তার চিবিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পুলিশ জানিয়েছে, শিশুটির মা সেই সময় রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ঘরে একাই খেলছিল শিশু। একটি টর্চ ওই ঘরে চার্জ দেওয়া হচ্ছিল। চার্জারের তার শিশুর নাগালের মধ্যেই ছিল।
খেলতে খেলতে সেই তার হাতে তুলে নেয় শিশুটি। না বুঝে সদ্য ফোটা দাঁত দিয়ে তারে কামড় বসিয়ে দেয়। চার্জারটির প্লাগ সে সময় সুইচবোর্ডে গোঁজাই ছিল। ফলে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই শিশু।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাতে লাভ হয়নি। চিকিৎসকেরা জানান, আগেই শিশুটির মৃত্যু হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, গাল্ফ নিউজ
বিডি প্রতিদিন/কালাম