সাত নবজাতককে হত্যার অপরাধে ব্রিটিশ নার্স লাকি লেটবিকে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। যুক্তরাজ্যের একটি হাসপাতালে ২০১৫-২০১৬ সালের মধ্যে এই শিশুদের হত্যা করেন লাকি।
আজ সোমবার এই শিশু হত্যাকারীকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেয় ম্যানচেস্টারের আদালত। তার বিরুদ্ধে আরো ছয় শিশুকে হত্যা চেষ্টার অভিযোগ আছে।
আদেশে বিচারক জেমস গুস বলেছেন, প্রত্যেকটি অপরাধের জন্যই তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে সারা জীবন কারাগারে কাটাতে হবে।শিশুদের শ্বাসরোধসহ নানাভাবে হত্যা করেছেন তিনি। নিজেকে শয়তান বলেও আখ্যা দিয়েছেন তিনি। নিজের নোটে তিনি লিখেছেন, শিশুদের যত্ন করার মতো ভালো মানুষ তিনি নন।
বিডি প্রতিদিন/নাজমুল