ইউক্রেনের সংসদে (পার্লামেন্ট) নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রুস্তেম উমেরভের নিয়োগের অনুমোদন প্রদান করা হয়েছে।
উমেরভ একজন ক্রিমিয়ান তাতার মুসলিম। পূর্বে তিনি রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের চেয়ারম্যান ছিলেন যার লক্ষ্য ইউক্রেনে বিনিয়োগ আকর্ষণ করা।
তিনি অলেক্সি রেজনিকভের স্থলাভিষিক্ত হলেন। রেজনিকভ ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার আগে থেকে এই পদে ছিলেন।
সেনা ও সমরাস্ত্র ক্রয় নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেঙ্কসি ‘নতুন পদ্ধতির’ প্রয়োজনীয়তার উল্লেখ করার পরে সোমবার রেজনিকভ তার পদত্যাগ জমা দেন। বস্তুতপক্ষে মন্ত্রণালয়ের সংঘাত একটি জটিল পর্যায়ে প্রবেশ করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল