ইউক্রেন যুদ্ধে ব্রিটিশদের সরবরাহ করা চ্যালেঞ্জার-২ ট্যাঙ্ক ধ্বংস হয়েছে বলে খবর বের হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস বিষয়টি নিয়ে কথা বলেছেন।
গার্ডিয়ানের খবর অনুসারে, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। গ্রান্ট শ্যাপস বলেছেন, ‘এটি কীভাবে ধ্বংস হয়েছে তা স্পষ্ট নয়। তবে এর ভেতরে থাকা ইউক্রেনীয় সেনারা বেঁচে গেছেন।’
বুধবার স্কাই নিউজের সাথে কথা বলার সময় শ্যাপস এই মন্তব্য করেন। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা ইউক্রেনকে ১৪টি চ্যালেঞ্জার-২ ট্যাঙ্ক উপহার দেই। যুদ্ধক্ষেত্রে বস্তুগত ক্ষতি হতে পারে, আমরা এটা স্বীকার করি। এখানেও তেমনটি হয়েছে ‘
তিনি বলেন, আমি এটা নিশ্চিত করতে পারি যে, ট্যাংকে অবস্থান করা ইউক্রেনীয় ছয়জন সামরিক সদস্য বেঁচে গেছেন। ব্রিটিশ ট্যাংকের এটা দুর্দান্ত একটা প্রমাণ। এই ট্যাংকের ক্ষেত্রে মূলত এটাই ঘটে। তবে আমরা ইউক্রেনীয়দের যা সরবরাহ করছি তা সর্বদা নিবিড় পর্যালোচনার অধীনে রাখব।
গার্ডিয়ানের খবর অনুসারে, ১৯৯৪ সালে প্রথম মোতায়েনের পর থেকে কোনো চ্যালেঞ্জার-২ ট্যাঙ্ক যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়নি। যদিও ২০০৩ সালে ইরাকে একটি গোলাগুলির ঘটনায় একটি ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায়।
বিডিপ্রতিদিন/কবিরুল