ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ‘প্রতি সেন্টিমিটার' ভূমির নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, উদ্ধারকৃত ভূমি ইউক্রেনের সঙ্গে যুক্ত করা হবে।
বুধবার ইউক্রেনের পার্লামেন্টে তার নিয়োগ অনুমোদন হওয়ার পরপরই তিনি এই মন্তব্য করেন।
রুস্তম উমেরভ বলেন, ইউক্রেনের বিজয়ের জন্য তিনি সম্ভাব্য ও অসম্ভাব্য সবকিছুই করবেন। তিনি বলেন, আমরা আমাদের দেশের প্রতি সেন্টিমিটার এবং আমাদের প্রতিটি জনগণকে মুক্ত করব।
ইউক্রেনের নবনিযুক্ত এই প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, দুর্ভাগ্যবশত সাময়িকভাবে যারা বন্দী আছে, সেসব শিশু, যুদ্ধবন্দী, রাজনৈতিক বন্দী, বেসামরিক নাগরিকদের অবশ্যই আমরা ফিরিয়ে আনব। উমেরভ যুদ্ধবন্দীদের প্রত্যাবর্তনের সাথে উল্লেখযোগ্যভাবে সম্পৃক্ত ছিলেন।
তিনি আরও বলেন, প্রতিটি সেনার পেছনে আছে ৪ কোটি ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক। প্রতিটি সৈনিকের পেছনে একটি মন্ত্রণালয় রয়েছে যা আমাদের সব নাগরিকের সুরক্ষার জন্য সবকিছু করবে। আমাদের জনগণ, তাদের জীবন এবং মর্যাদার সর্বোচ্চ মূল্য আমাদের অগ্রাধিকার। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল