মিয়ানমারের জান্তা শাসক পরিচালিত একটি আদালত এক ফটো সাংবাদিককে ২০ বছর কারাদণ্ড দিয়েছে। ২০২১ সালের জান্তা সরকার ক্ষমতায় আসার পর এটাই কোনো সাংবাদিককে দেওয়া সর্বোচ্চ কারাদণ্ড।
‘মিয়ানমারের নাউ’ নামের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার ওই সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়। ইয়াঙ্গুনের কারাগারের একটি কক্ষে সাংবাদিক জ থাইকের রুদ্ধদ্বার বিচার করা হয়।
তিনি চলতি বছরের মে মাসের শেষ দিকে মিয়ানমার নাউ’র জন্য রাখাইনে ঘূর্ণিঝড় মোচার রিপোর্ট করতে গিয়ে জান্তা বাহিনীর হাতে আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে প্রাকৃতিক দুর্যোগ আইন ও টেলিযোগাযোগ আইন ভাঙাসহ চারটি অভিযোগ আনা হয়।
তবে কোন অভিযোগে ওই সাংবাদিককে দোষী সাব্যস্ত করা হল, তা নিশ্চিত করে বলতে পারেনি মিয়ানমার নাউ কর্তৃপক্ষ।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল