ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, ক্রিমিয়ার নিকটবর্তী কৃষ্ণসাগরের অবস্থিত বেশ কয়েকটি কৌশলগত গ্যাস ও তেল খননকারী প্ল্যাটফর্ম তারা পুনঃরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। ২০১৫ সালে এগুলো রাশিয়ার নিয়ন্ত্রণে নিয়েছিল।
‘বয়কো টাওয়ার’ প্ল্যাটফর্ম সোমবার নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেন। ক্রিমিয়া দখলের সময় রাশিয়া এটিও নিয়ন্ত্রণে নিয়েছিল। ইউক্রেনের সামরিক গোয়েন্দা শাখা এই দাবি করেছে।
বিশেষ অভিযানের মাধ্যমে এই প্ল্যাটফর্মগুলো নিয়ন্ত্রণে নেওয়া হয় বলে দাবি করেছে ইউক্রেন।
এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের সামরিক গোয়েন্দা শাখা জানিয়েছে, ‘ইউক্রেন বয়কো টাওয়ারের নিয়ন্ত্রণ নিয়েছে। কৌশলগতভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ। ফলস্বরূপ এটি সামরিক ক্ষেত্রে রাশিয়া আর কাজে লাগাতে পারবে না।’
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল