১২ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:২৮

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধ বিমান দিলে সংঘাত আরো দীর্ঘায়িত হবে: পুতিন

অনলাইন ডেস্ক

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধ বিমান দিলে সংঘাত আরো দীর্ঘায়িত হবে: পুতিন

ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি করা যুদ্ধ বিমান এফ-১৬ সরবরাহ করলে তাতে যুদ্ধের ফল বদলাবে না, তবে সংঘাত আরো দীর্ঘায়িত হবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। তার মধ্যে এফ-১৬ যুদ্ধ বিমান দেওয়ার প্রতিশ্রুতিও আছে। সেই সাথে বিমান চালানোর প্রশিক্ষণও দেওয়া হবে ইউক্রেনের সামরিক বাহিনীকে।

ভ্লাদিভস্তকে এক ফোরামে পুতিন আরো বলেন, ইউক্রেনের পাল্টা অভিযান কোনো ফলই দিচ্ছে না। তার মতে কিয়েভের কারণেই হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে।

পুতিন আরো মনে করেন, সব সম্পদ ও সরঞ্জাম ফুরিয়ে যাওয়ার পরই ইউক্রেন শান্তি আলোচনায় বসতে রাজি হবে। 


সূত্র: আল জাজিরা


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর