রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে ২ লাখ ৫০ হাজারের বেশি রুশ নাগরিক স্বেচ্ছায় সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন।
ভ্লাদিভোস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামে এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, এক বছর আগে আংশিক সেনা সংযুক্তকরণের পাশাপাশি এই নিয়োগ দেওয়া হয়েছে।
রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা আংশিক সেনা সমাবেশ করেছি যেখানে ৩ লাখ নাগরিককে ডাকা হয়েছিল। গত ছয় থেকে সাত মাসে আমাদের আরও দুই লাখ ৭০ হাজার মানুষ স্বেচ্ছায় চুক্তিতে স্বাক্ষর করেছেন।
পুতিন বলেন, নাগরিকরা সামরিক নিবন্ধন ও তালিকাভুক্তি অফিসে আসে এবং চুক্তি স্বাক্ষর করে। প্রতিদিন ১ হাজার থেকে দেড় হাজার মানুষ চুক্তিতে স্বাক্ষর করেন।
পুতিন জোর দিয়ে বলেন, তালিকাভুক্তরা স্বেচ্ছায় এটি করেছেন। তারা বুঝতে পেরেছেন যে আহত হতে পারেন এবং মাতৃভূমির জন্য তাদের জীবনও চলে যেতে পারে। তা সত্ত্বেও তারা সেনাবাহিনীতে যুক্ত হয়েছেন। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল