রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে প্রত্যাশিত বৈঠকের আগে দক্ষিণ কোরিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়াকে 'দায়িত্বশীল আচরণ' করার আহ্বান জানিয়েছে।
রাশিয়া ও উত্তর কোরিয়া সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে তাদের আলোচনা 'সক্রিয়ভাবে এগিয়ে নিচ্ছে' বলে সতর্ক করেছে মার্কিন সরকার।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘আমাদের সরকার সামগ্রিক পরিস্থিতি ভালোভাবে, স্বাধীনভাবে এবং মিত্র ও অংশীদার দেশগুলোর সঙ্গে সহযোগিতা করে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে।’
তিনি বলেন, জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় থাকা উত্তর কোরিয়া এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়ার মধ্যকার শীর্ষ বৈঠকটি অনেক দেশ বিভিন্ন কারণে কিছুটা উদ্বেগের সঙ্গে দেখছ। কিন্তু প্রেসিডেন্ট যেমন বলেছেন, আমরা আশা করি রাশিয়া দায়িত্বশীল আচরণ করবে।
বিডিপ্রতিদিন/কবিরুল