আফ্রিকা মহাদেশ কখনো পশ্চিমা উপনিবেশবাদের কালো অধ্যায় ভুলে যাবে না উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘পশ্চিমা দেশগুলো আবারো আফ্রিকা মহাদেশে তাদের আধিপত্য কায়েম করতে চায়। তবে আফ্রিকাকে সব সময় স্মরণ রাখতে হবে, সেখানকার শিশুদের পশ্চিমা উপনিবেশবাদীরা খাঁচায় বন্দি করে পাচার করেছিল।’
মঙ্গলবার রাশিয়ার ভ্লাডিভস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমি নিশ্চিত যে খুব সহজেই রাশিয়া আফ্রিকা মহাদেশের সঙ্গে সোভিয়েত ইউনিয়ন আমলের সম্পর্ক প্রতিষ্ঠা করতে সক্ষম হবে যখন আফ্রিকার দেশগুলোকে মস্কো বিপুল পরিমাণ অর্থনৈতিক সহায়তা দিয়েছিল।’
তিনি বলেন, ‘আফ্রিকার দেশগুলো উপনিবেশবাদী শক্তির হাত থেকে স্বাধীনতা লাভের জন্য সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে যে সহায়তা পেয়েছে তা তারা মনে রেখেছে এবং মস্কো কখনো উপনিবেশবাদী শক্তি হিসেবে কাজ করেনি।’ তিনি বলেন, ‘সব সময় আমাদের সহযোগিতা ছিল দ্বিক্ষীয় সম্পর্কের ভিত্তিতে এবং সহযোগিতা করার আশা থেকে।’
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক