তাইওয়ানকে অস্ত্র সরবরাহের অভিযোগে যুক্তরাষ্ট্রের দুটি প্রতিরক্ষা প্রতিষ্ঠান লকহিড মার্টিন ও নর্থ্রপ গ্রুম্যানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং।
তাইওয়ান রিলেশনস অ্যাক্টের অধীনে মার্কিন কংগ্রেস স্বশাসিত গণতন্ত্রকে তার প্রতিরক্ষার জন্য অস্ত্র সরবরাহ প্রয়োজন বলে মনে করে।
মার্কিন প্রশাসন সরাসরি সহায়তার পরিবর্তে বিক্রয়ের মাধ্যমে এটি করেছিল। তবে আগস্টে ওয়াশিংটন প্রথমবারের মতো বিদে< সরকারগুলিকে লক্ষ্য করে একটি সহায়তা কর্মসূচির অধীনে তাইওয়ানকে সরাসরি মার্কিন সামরিক সহায়তা অনুমোদন করেছিল।
চীনের কঠোর বিরোধিতা সত্ত্বেও, মার্কিন সরকার তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করতে বদ্ধপরিকর। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আরও বলেন, ‘এটি চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং তাইওয়ানকে সশস্ত্র করার ভুল ও বিপজ্জনক পথে আরও এগিয়ে যাচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল