আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে জি-সেভেন ভুক্ত (জি-৭) দেশগুলো রাশিয়ার হীরা নিষিদ্ধ করার ঘোষণা দিতে পারে। বেলজিয়াম সরকারের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন ।
বেলজিয়াম অখণ্ডিত হীরাগুলি শনাক্ত করার এবং পালিশ করা রত্নের সাথে তাদের রেফারেন্স টানার একটি পরিকল্পনা প্রস্তাব করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘জি-৭ উৎপত্তি থেকে শুরু করে গুণগত মান দেখভালের নীতি যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
হিরা কোথায় উৎপত্তি সেটা জানানোর দায়িত্ব ব্যবসায়ী এবং উৎপাদনকারীদের ওপর। ভারতে ইতোমধ্যে এই আইন প্রচলিত আছে। জি-৭ ভুক্ত দেশে হিরা বিক্রি করতে হলে ব্যবসায়ী ও উৎপাদনকারীকে হিরার বিস্তারিত তথ্য জানাতে হবে।
বর্তমানে রাশিয়ান হীরাগুলি রাশিয়ার বাইরে কাটা এবং পালিশ করা হলে, হিরাগুলো যে দেশে কাটা হয় সে দেশের বলে মনে করা হয়।
ওই কর্মকর্তা বলেন, আমরা একটি বৈশ্বিক বাজার পুনর্গঠনের কথা বলছি। তবে ওই কর্মকর্তা স্বীকার করেছেন, এটি তাত্ক্ষণিকভাবে পুরোপুরি কাজ করবে না।
বিডিপ্রতিদিন/কবিরুল