রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো কোরিয়া সম্পর্কিত কোনো চুক্তি লঙ্ঘন করবে না। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।
পুতিন বলেন, কোরিয়া আমাদের প্রতিবেশী এবং আমাদের অবশ্যই কোনো না কোনোভাবে আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে।
‘হ্যাঁ, কোরীয় উপদ্বীপের সাথে কিছু নির্দিষ্ট উপাদান জড়িত। আমরা এটি নিয়ে আলোচনা করি, আমরা খোলাখুলিভাবে এটি নিয়ে আলোচনা করি, আমরা কখনই কিছু লঙ্ঘন করি না এবং এই ক্ষেত্রে আমরা কোনও কিছু লঙ্ঘন করতে যাচ্ছি না।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বলেছে, পুতিন ও কিমের মধ্যে যেকোনো সামরিক চুক্তি উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে।
বিডিপ্রতিদিন/কবিরুল