পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের পর ৯ দিন বন্ধ ছিল তোরখাম সীমান্ত। অবশেষে পথচারী ও যানবাহন চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়া হয়েছে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলার কর্মকর্তা মুহাম্মদ আনাস শুক্রবার আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা আজ (শুক্রবার) সকাল সাড়ে সাতটার পর সীমান্ত গেট খুলে দিয়েছি। ইমিগ্রেশন এবং কাস্টম কর্মকর্তারা তাদের দায়িত্ব স্বাভাবিকভাবে পুনরায় শুরু করার জন্য এসেছিলেন এবং পথচারী এবং যানবাহন উভয়কেই চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল
সীমান্তের অপর পাশে নাঙ্গারহার প্রদেশের আফগান কর্মকর্তারাও দুই দেশের মধ্যে প্রধান ক্রসিং খোলার বিষয়টি নিশ্চিত করেছেন। এই ক্রসিং দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন পারাপার হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল