১৫ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:০১
কিমের সফরে ‘কোনো চুক্তি’ হয়নি: ক্রেমলিন
অনলাইন ডেস্ক
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের চলমান রাশিয়া সফরে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ওয়াশিংটনে উদ্বেগের মধ্যে সাংবাদিকদের বলেন, ‘েকোনও চুক্তি স্বাক্ষরিত হয়নি এবং কোনও চুক্তি স্বাক্ষরের পরিকল্পনাও ছিল না।’
কিম মঙ্গলবার থেকে রাশিয়া সফর শুরু করেছেন। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে দুই নেতা রাইফেল উপহার বিনিময় করেন।
পুতিন উত্তর কোরিয়ার সঙ্গে বৃহত্তর সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, পিয়ংইয়ংয়ের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও সামরিক সম্পর্কের ‘সম্ভাবনা’ রয়েছে।
বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে, পুতিন উত্তর কোরিয়া সফরের জন্য কিমের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে সেই সফর কখন সেটা উল্লেখ করা হয়নি। শুক্রবার কিম রাশিয়ার দূরপ্রাচ্যে যুদ্ধবিমান তৈরির একটি কারখানা পরিদর্শন করেন। সূত্র:
আল আরাবিয়া
বিডিপ্রতিদিন/কবিরুল