উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্রবাহী আধুনিক বোমারু বিমান দেখিয়েছে রাশিয়া। কিনঝাল ক্ষেপণাস্ত্র, পরমাণু বোমা বহনকারী বিমানসহ আধুনিক সব সামরিক প্রযুক্তি কিমকে ঘুরে দেখানো হয়েছে।
রাশিয়ার প্রিমোরস্কি এলাকার গভর্নর ওলেগ কোঝেমায়াকো জানিয়েছেন, শনিবার কিম সেখানে পৌঁছান।
ওই এলাকায় নিজের ব্যক্তিগত ট্রেনে করেই গিয়েছেন কিম। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। সেখান থেকে ভ্লাদিভস্তক বিমানবন্দরে পৌঁছান কিম। সেখান থেকে তাকে অস্ত্রশস্ত্র দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শোইগু কিমকে হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র, পরমাণু অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান ও ওয়ারহেড ঘুরে দেখান।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল