ইরানের সশস্ত্র বাহিনী শুক্রবার তেহরানে বিশ্বের সবচেয়ে দূরপাল্লার আত্মঘাতী (কামিকাজে) ড্রোন প্রদর্শন করেছে। এই ড্রোনের নাম হচ্ছে 'অরাশ'। জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ'র প্রথম দিন আজ এই ড্রোন জনসমক্ষে রাখা হয়েছে। খবর পার্সটুডের।
এই ড্রোন সম্পর্কে ইরানের সামরিক সূত্রগুলো বলেছে, এই ড্রোন একইসঙ্গে কয়েকটি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে সেগুলোতে একই সময়ে আঘাত হানতে সক্ষম। স্থিতিশীল লক্ষ্যবস্তুর পাশাপাশি চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই আত্মঘাতী ড্রোন।
প্রতিরক্ষা সপ্তাহ শুরু উপলক্ষে রাজধানী তেহরানসহ সারা দেশে আজ থেকে নানা ধরণের সমরাস্ত্র প্রদর্শন করা হচ্ছে। ৪৩ বছর আগে ১৯৮০ সালের এই দিনে ইরাকের সাদ্দাম সরকার ইরানে সামরিক আগ্রাসন শুরু করে। সাদ্দাম বলেছিলেন, তিনি এক সপ্তাহের মধ্যে তেহরান দখল করে নেবেন।বিডি-প্রতিদিন/শফিক