১৭ অক্টোবর, ২০২৩ ১৬:৫৯

পরবর্তী পর্যায়ের আক্রমণ স্থল থেকে ভিন্ন হতে পারে: ইসরায়েল

অনলাইন ডেস্ক

পরবর্তী পর্যায়ের আক্রমণ স্থল থেকে ভিন্ন হতে পারে: ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনীর একটি দল

ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, সৈন্যরা যুদ্ধের পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে এটি গাজায় প্রত্যাশিত স্থল আক্রমণ নাও হতে পারে।

রিচার্ড হেচট সাংবাদিকদের সাথে নিয়মিত ব্রিফিংয়ে বলেন, আমরা যুদ্ধের পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিচ্ছি। সেটা কী হবে তা আমরা বলিনি। সবাই মাঠ আক্রমণের কথা বলছে। কিন্তু এটি ভিন্ন কিছু হতে পারে।  

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। 

ইসরায়েল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, তারা উত্তর গাজায় স্থল অভিযান চালাবে। তাদের নির্দেশে সেখানকার ১১ লাখ ফিলিস্তিনি গাজার দক্ষিণাঞ্চলে সরে যাচ্ছেন। এই পদক্ষেপ ইতিমধ্যে শরণার্থী পরিস্থিতি তৈরি করেছে।

মিসরের সঙ্গে সীমান্ত বন্ধ থাকায় শরণার্থীদের থাকতে হবে গাজায়। ইতিমধ্যেই খাবার, পানি, এমনকি ওষুধের সংকট দেখা দিয়েছে। তাদের কাছে সাহায্য পৌঁছানোর কোনো ব্যবস্থা করা যাচ্ছে না।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর