ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার দেশটির বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে বাইডেনকে বহনকারী মার্কিন প্লেন এয়ার ফোর্স ওয়ান।
সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
বাইডেন এমন সময় এই সফরে গেলেন, যখন মাত্র একদিন আগে ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েলে। এতে পাঁচ শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়। আহত হয় বহু সংখ্যক। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।
একই সঙ্গে এর জেরে জর্ডানের রাজধানী আম্মানে বাইডেনের সঙ্গে আরব নেতাদের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে। বৈঠকে ফিলিস্তিন কর্তৃপক্ষের নেতা মাহমুদ আব্বাস, জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ ও মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির অংশ নেওয়ার কথা ছিল। সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/আজাদ