লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ডাকে বিক্ষোভ চলছে। আল জাজিরার প্রতিনিধি জেয়না খোদর বৈরুত থেকে জানিয়েছেন, চলমান বিক্ষোভটি হিজবুল্লাহর পক্ষ থেকে একটি বার্তা যে, অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব।
হিজবুল্লাহ বারবার বলে আসছে, গাজার পতন হবে না । এখানে অবশ্যই, হিজবুল্লাহর জন্য একটি কৌশলগত স্বার্থ রয়েছে। হিজবুল্লাহ এবং হামাস উভয়ই ইরান সমর্থিত ‘প্রতিরোধ অক্ষের অংশ’।
আল জাজিরার সাংবাদিক বলেন, ‘আপনি যদি গ্রুপের (হিজবুল্লাহ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন তবে তারা আপনাকে বলবে, এটি অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। তারা আপনাকে আরও বলবে, হয় ইসরায়েল থাকবে অথবা প্রতিরোধের অক্ষ থাকবে।’ সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল