হামাসের ১০ সদস্য, কর্মী ও আর্থিক সহায়তাকারীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এক বিবৃতিতে বলেন, শিশুসহ ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর নৃশংস ও নির্মম গণহত্যার পর হামাসের অর্থদাতা ও সহায়তাকারীদের লক্ষ্য করে দ্রুত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র ইসরায়েলের গাজা আক্রমণে ইহুদি দেশটিকে ব্যাপক সমর্থন দিচ্ছে। বাইডেন এখন জেরুজালেমে অবস্থান করছেন।
গাজার আল–আহলি আল–আরবি হাসপাতালে ইসরায়েলের নৃশংস হামলায় নারী–শিশুসহ ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিন এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বলছে, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর 'ব্যর্থ রকেট উৎক্ষেপণ' এই বিস্ফোরণের জন্য দায়ী।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজার আল–আহলি আল–আরবি হাসপাতালে ইসরায়েল নয়, অন্য দল হামলা চালিয়েছে বলে মন্তব্য করছেন। বুধবার ইসরায়েল সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
নেতানিয়াহুকে বাইডেন বলেন, আপনারা নন, মনে হচ্ছে অন্য কোনো দল গাজার হাসপাতালে মারাত্মক বোমা হামলা চালিয়েছে।
বাইডেন বলেন, গাজার হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত এবং ক্ষুব্ধ হয়েছি। আমি যা দেখেছি তার ওপর ভিত্তি করে মনে হচ্ছে এই কাজ অন্য কোনো দল করেছে, আপনারা নন’, বলেন তিনি। সূত্র : আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল